The Ocean Of Tea Lovers

https://www.facebook.com/groups/1671901569692059

 []কিছু জরুরী কথা[]
১। চা নিয়ে যেকোন বিষয়ে মাতামাতি করেন আড্ডা দেন
কবিতা-গল্প-নাটক বা উক্তি পেশ করেন সমস্যা নাই, কিন্তু চা টপিক ব্যাতিত অন্যকোনো পোস্ট করবেন না দয়াকরে। চা -কফি রিলেডেড পোস্ট করে গ্রুপের পরিবেশ সুন্দর রাখার আহ্বান সবার প্রতি।
২। যেহেতু চা কফি দুইটাই আধুনিক প্রেমিক যুগল , একে অন্যের পরিপূরক সেহেতু কফির সাথে যে কোনো ক্যাপশন এপ্রুপ যোগ্য।
⭕বিশেষ লক্ষ্যনীয়👇👇❌
৩। পোষ্ট কৃত ছবি অন্যের হলে তাকে তাঁর ছবি ক্রেডিট দিতে হবে অবশ্যই । সংগৃহিত হলেও তা উল্লেখ করতে হবে।অন্যথায় পোস্ট রিমুভ হবে বিনা নোটে।
⛔⛔⛔⛔👉জেনে রাখা ভালো⛔⛔⛔⛔
৪। ⛔আই সিটি ও তথ্য প্রযুক্তি আইনের ব্যঘাতময় যে কোনো কর্মকাণ্ড , যে কোনো অনিয়ম যে কোনো বিচার বহির্ভূত ( ইনবক্সে বাজে অশ্লীল/আচরণ, হুমকিমূলক) কোনো কার্যকলাপ সংঘটিত হলে তা অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। গ্রুপের মেম্বার'স দের বাজে কোনো মতামত বা স্ট্যাটাস/ পোস্টের দায়ভার এডমিন-মডারেটর এবং কোনো ভাবেই নেবে না।
সবার সাথেই গ্রহণযোগ্য আচরণ বিধি ও ভদ্রোটা টুকু বজায় রেখে লাইক, কমেন্টস বা যে কোনো মতামত দ্বারা আমাদের পাশেই থাকুন।
💕💕💕আসেন চায়ের_কাপে_ঝড়_তুলি_চলেন❤️❤️
🍻চা চুমুকে ভর করে ক্লান্তি কাটিয়েছি অনেকদিন। বাকিটা সময়ও চা আর চা'য়ের কাপের প্রেম যুগল অটুট থাকবে অনবরত।
👉চাচা চা🥃 চায়, চাচী চেঁচায়। চেঁচাতে-চেঁচাতে চাচী -
চায়ে এক চামুচ চিনি দিয়ে চাচাকে দেয়।
তারপর চা খেতে খেতে দুজনে চেঁচায়। চেঁচামেচিতে চামেলি চমকে গিয়ে চা চায়!
## যাইহোক চা নিয়ে চেঁচামেচি করে লাভ নাই! চলুন আমরা সবাই তৃপ্তি করে চা খাই।
কারণ চা থাকে আড্ডায়। চা থাকে সংলাপে। চা থাকে মাঠে ঘাটে বা গভীর রাতের, রাত জাগা ভাবনায়।
## আমাদের সকলের সময়-অসময়ে চা চা'ই। এক কাপ চা হলে আমরা চা খোররা পেট ভরে চা খাই।
চা চাওয়া চাওয়ি করতে করতে আসুন গ্রুপের সবাই চা নিয়ে আড্ডা জমাই।
## চা এর ছবি আঁকি। চা নিয়ে কবিতা লেখি, অথবা গল্প বলি কোন মামার চা টা ভালো বেশি।
অথবা হুট করে হয়ে উঠি চা গ্রাফার এক ক্লিকেই....
দয়াকরে ভুলেও কোনো গ্রুপ পেজ বা ব্যক্তি বিশেষ এর পোস্ট শেয়ার করবে না।
পাবলিক এই গ্রুপটি, আমার, আপনার এবং সবারই চা চুমুকের প্রশান্তি বিলাস হয়ে উঠুক সবার সহযোগিতায়। ( অগ্রীম ধন্যবাদ)
❤️🍷❤️🥂❤️🥃❤️
#এডমিন :-@The Ocean Of Tea Lovers

Comments